বাহুবল প্রতিনিধি ॥ পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম। গতকাল শনিবার দুপুর ২ ঘটিকায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননা তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলার উর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেলগণসহ সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তাকারি কর্মকর্তাগণসহ জেলার সকল অফিসার ও ফোর্সগণ। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, সকলের প্রচেষ্টায় আমার এই অর্জন। পেশাগত দায়িত্ব পালনকালে আমি পুলিশ সুপার মহোদয়, সার্কেল এসপি মহোদয়ের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি। আমি পুলিশের পেশায় এসেছি মানুষের সেবা করার জন্য। আমার সর্বোচ্চ সেবা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি মাত্র। আমি বিশ্বাস করি আমরা চাইলেই একটা সুন্দর সমাজ আগামী প্রজন্মকে উপহার দিতে পারব।
Leave a Reply