নিজস্ব প্রতিনিধি ॥ ‘বন বনানী সংরক্ষণ, খাদ্যের জন্য প্রয়োজন’ এই স্লোগানকে সামনে রেখে চুনারুঘাটের কালেঙ্গা রেঞ্জ অফিসের রেস্ট হাউস প্রাঙ্গনে আন্তর্জাতিক বন দিবস উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে সিলেট বন বিভাগ কর্তৃক আয়োজিত চুনারুঘাট উপজেলা প্রশাসন ও রেমা-কালেঙ্গা সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির উদ্যোগে উক্ত আন্তর্জাতিক বন দিবস সভায় সভাপতিত্ব করেন- হবিগঞ্জের সহকারী বন সংরক্ষণ তারেক রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব আলম মাহবুব, সহকারী বন সংরক্ষণ ও রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হোসেন ভূঁইয়া। কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মাসুদুর রহমান, সিএমসি কমিটির সহ-সভাপতি এখলাছ মহালদার, সাংবাদিক ফারুক মাহমুদ, ইউপি সদস্য খলিলুর রহমান, রশিদপুর বন বিট কর্মকর্তা রেজভী, কালেঙ্গা, ছনবাড়ি ও রেমাসহ অন্যান্য বিট কর্মকর্তা এবং সিএমসি ও সিফিজির অন্যান্য সদস্যবৃন্দ। মিলাদ দোয়া ও ইফতারের মাধ্যমে সভার কাজ সমাপ্ত হয়।
Leave a Reply