নিজস্ব প্রতিনিধি ॥ সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধে ধারাবাহিক সাফল্যের ধারায় এবারও উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে বিজিবি। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। এরই অংশ হিসেবে ১৬টি বিওপি কর্তৃক সীমান্তে নিয়মিত টহল ও অভিযান পরিচালনার মাধ্যমে বিজিবি গত ২৪ ঘণ্টায় মালিকবিহীন অবস্থায় প্রায় ২১,১০,৭০০/- (একুশ লক্ষ দশ হাজার সাতশত) টাকা মূল্যের ভারতীয় বাসমতি ও সিদ্ধ চাউল, চিনি, মদ, গাঁজা, ইস্কফ সিরাপ এবং বাই-সাইকেল আটক করতে সক্ষম হয়েছে। বিজিবি সূত্র জানায়, গত ২৯-৩০ এপ্রিল ২০২৫ তারিখে ৫৫ বিজিবি কর্তৃক শ্রীমঙ্গল, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মোট ০৬টি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানের বিবরণে জানাযায়,কাকমারাছড়া, বাল্লা, গুইবিল, তেলিয়াপাড়া ও হরিণখোলা বিওপি’র আওতাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় চিনি, মদ (৯৮ বোতল), ইস্কফ সিরাপ (৫০ বোতল), গাঁজা (০৬ কেজি) এবং বাইসাইকেল আটক করা হয়। আটককৃত সকল পণ্য এবং মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক শ্রীমঙ্গল, চুনারুঘাট ও মাধবপুর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমাদের লক্ষ্য হলো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে মাদকমুক্ত রাখা। বিজিবি সবসময় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকে, যা দেশের যুব সমাজকে রক্ষা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়ক।
Leave a Reply