সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

কিংবদন্তী শিল্পী সুবীর নন্দীর চলে যাওয়ার ছয় বছর

কিংবদন্তী শিল্পী সুবীর নন্দীর চলে যাওয়ার ছয় বছর

বিজয় ডেস্ক ॥ প্রকৃতির নিয়মে দিন, মাস আর বছরও চলে যায়, কিš‘ রয়ে গেছে তার কথা, সুর ও গায়কী। ঠিক তার গাওয়া ‘দিন যায় কথা থাকে…’ গানটির মতো। বলছি প্রয়াত গায়ক সুবীর নন্দীর কথা। গতকাল বুধবার (০৭ মে) তার মৃত্যুবার্ষিকী ছিল। দেখতে দেখতে ছয় বছর হয়ে গেল সুবীর নন্দী আমাদের মাঝে নেই। ২০১৯ সালের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় না ফেরার দেশে পাড়ি জমান সুবীর নন্দী। সংগীতের এই কিংবদন্তির প্র¯’ান বাংলা সুরের জগতে পূরণ হবার নয়। তার শূন্যতা সংগীতাঙ্গন অনুভব করলেও এই শিল্পীর কর্ম ভাণ্ডারের জনপ্রিয় সব গানের মাঝেই তিনি বেঁচে আছেন এবং থাকবেন। ১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে, মেডিক্যাল অফিসার সুধাংশু নন্দী ও পুতুল রানী দম্পতির ঘরে সুবীর নন্দীর জন্ম হয়। মায়ের কাছেই ৭-৮ বছর বয়সে সংগীতের হাতেখড়ি হয় তার। পড়াশোনা শেষ হওয়ার পর দীর্ঘদিন ব্যাংকে চাকরিও করেন সুবীর নন্দী। তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ বাজারে আসে ১৯৮১ সালে। তবে তিনি প্রথম গান করেন ১৯৭৬ সালে আবদুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চল”িচত্রে। আধুনিক সংগীতের পাশাপাশি তিনি শ্রোতাদের মুগ্ধ করেন শাস্ত্রীয় সংগীত, ভজন, কীর্তন এবং পল্লীগীতিতেও। নিজের ভালোলাগার নজরুল সংগীতেও আবেশ ছড়িয়েছেন সুবীর নন্দী। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে এই কিংবদন্তি গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চল”িচত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। চল”িচত্রে প্লেব্যাক করেই সুবীর নন্দী পাঁচবার জাতীয় চল”িচত্র পুরস্কার লাভ করেন। বাংলা সংগীতাঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ভূষিত হন একুশে পদকেও। সুবীর নন্দীর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, ‘বন্ধু হতে চেয়ে তোমার’, ‘কত যে তোমাকে’, ‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’, ‘কেন ভালোবাসা হারিয়ে যায়’, ‘পাহাড়ের কান্না দেখে’, ‘বন্ধু তোর বরাত নিয়া’, ‘মাস্টার সাব আমি নাম দস্তখত শিখতে চাই’, ‘একটা ছিল সোনার কইন্যা’, ‘পিঁপড়া খাবে বড় লোকের ধন’, ‘নেশার লাটিম ঝিম ধরেছে’, ‘তুমি এমনি জাল পেতেছো সংসারে’, ‘ও আমার উড়াল পঙ্খীরে’সহ আরও অনেক গান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com