মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

 

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।গতকাল রবিবার (১৮ মে) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫৯২৫) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। তবে আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,“উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে।” পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজে সহায়তা করছেন। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুম বা গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com