লাখাই সংবাদদাতা ॥ লাখাইয়ে ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রোগ্রাম অব এগ্রিকালচারাল এন্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রেয়ন এন্টাপ্রেনারশীফ রেফিলিয়েশন ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল
বুধবার (২১ মে) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন এ পার্টনার কংগ্রেস উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) অনুপম দাশ অনুপের এর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ এর উপপরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান। স্বাগত বক্তব্যে পার্টনার প্রকল্পের আওতায় চলমান কার্যক্রমের অগ্রগতির বিশদ বিবরন তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান। আলোচনায় অংশ নেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আজম, লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ তালুকদার, এনজিও প্রতিনিধি কামরুল ইসলাম, উদ্যোক্তা কৃষক ফজলে রাব্বি জিসান, খাইর উদ্দিন প্রমূখ।
Leave a Reply