গতকাল শনিবার বেলা ১১.০০ ঘটিকার সময় হবিগঞ্জ স্কাই কিং রেস্টুরেন্ট মিলনায়তন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর- আস্থা প্রকল্পের সহযোগিতায়, নাগরিক প্লাটফর্মের আয়োজনে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সামাজিক- রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক জনাব অধ্যাপক ইকরামুল ওয়াদুদ । সভায় স্বাগত বক্তব্য ও কর্মসূচির লক্ষ্য-উদ্দেশ্য বর্ণনা করেন হবিগঞ্জ জেলার আস্থা প্রকল্পের সমন্বয়কারী জনাব কাজী মাফিজুর রহমান। সভাটি সঞ্চালনা করেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব জনাব বন্ধু মঙ্গল রায় । সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক প্ল্যাটফর্ম এর যুগ্ম আহ্বায়ক যথক্রমে, অধ্যক্ষ জাহান আরা খাতুন, তাহমিনা বেগম গিনি,বাদল রায়, মোঃ ফজলুর রহমান, অ্যাডভোকেট শায়লা খান, চাঁদ সুলতানা চৌধুরী। নাগরিক প্ল্যাটফর্মের সম্মানিত সদস্য বাবুল মল্লিক, মোঃ আব্দুল কাইয়ুম, মহিউদ্দিন আহমেদ রিপন,ইয়াসিন খান, সাজন দেববর্মা, তৈয়ব আলী, মোহাম্মদ ছবিল মিয়া, মো মিজানুর রহমান, নিলুফা ইয়াসমিন।উপজেলা যুব ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ মোতাব্বির হোসেন, আহ্বায়ক শায়েস্তাগঞ্জ যুব ফোরাম। শামীম আহমেদ, আহবায়ক মাধবপুর যুব ফোরাম। আবিদুল ইসলাম যুগ্ম আহবায়ক লাখাই যুব ফোরাম। সাইফুর রহমান, যুগ্ন আহবায়ক হবিগঞ্জ সদর যুব ফোরাম। জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, শামীমা বেগম, সংরক্ষিত মহিলা সদস্য বানিয়াচং ইউনিয়ন। শাহেদ মিয়া, ৩ নং বানিয়াচং ইউনিয়ন। মোঃ মুজাহিদ, সদস্য মোড়াকরি ইউনিয়ন। খলিলুর রহমান, সদস্য শায়েস্তাগঞ্জ ইউনিয়ন। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন, জনাব হাবিবুর রহমান, সিপিবি,। নুরুজ্জামান তরফদার, বাসদ। মোহাম্মদ রহমান, তৌফিকুল ইসলাম, যুবদল হবিগঞ্জ। সরকারি পর্যায়ে উপস্থিত ছিলেন, এ কে এম আব্দুল্লাহ ভূঞা,উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর। রুমানা আক্তার, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর। রাশেদুজ্জামান চৌধুরী, উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর। সুকেশ চন্দ্র দাস,জেলা তথ্য অফিস। মত বিনিময় সভায় আলোচকগণ সামাজিক রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এবং স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজ ও যুব ফোরাম এর সমন্বয়ে প্রত্যেকের এলাকায় বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং রাজনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে সহযোগিতা মূলক মনোভাব সৃষ্টিতে কিভাবে কাজ করা যায় সে বিষয়ে মতামত প্রদান করেন। সবশেষে অধ্যাপক একরামুল ওয়াদুদ সভাপতি হিসেবে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।প্রেস বিঞ্জপ্তি।
Leave a Reply