মাধবপুর প্রতিনিধি ॥“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাধবপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৫’র উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাসেম। এদিন ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুল ইসলামের সভাপতিত্বে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফয়সল চৌধুরী, চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, মীর খোরশেদ আলম,পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, জামায়াতের উপজেলা সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা এনসিপি নেতা সাইদ সোহেল আহমেদ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply