স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি টু নবীগঞ্জ রোডে আদালত পুলিশ কে নির্দেশ দেন সরজমিন গিয়ে কাজ বন্ধ করে কিন্তু পুলিশের বাধা অমান্য করে প্রভাবশালী কর্তৃক স্থাপনা নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় বির বিরোধিতা করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে বিরোধপূর্ণ ভূমিতে সকল প্রকার কাজ বন্ধ করে দেয়৷
জানাজায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ুম চৌধুরীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী নামের এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় হবিগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর আদালতে জাহাঙ্গীর আলম চৌধুরীর শ্যালক বাদী হয়ে প্রভাবশালী একই উপজেলার ছিট ফরিদপুর গ্রামের আনছার আলীর পুত্র সরদার আবজাল মিয়া গংদের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷
মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে তফশিল বর্ণিত ভূমি আউশকান্দি মৌজাধীন জে,এল,নং ১২৪, এস,এ খতিয়ান নং ২৪,এস,এ দাগ নং ৫১৬, মোয়াজী ৩০ শতকের মধ্যে ০৭ শতক আমন রকম ভূমি৷ নালিশা ২য় তপশীল ভূমি আউশকান্দি মৌজাধীন জে এল নং -১২৭, খতিয়ান নং- ২১০,২১১, দাগ নং -৪০৭,খতিয়ান নং ২০৬, দাগ নং ৩৫২,৩৫৪, মোয়াজী -১০০ শতক, শ্রেণী আমন রকম ভূমি৷
উক্ত বিরোধপূর্ণ ভূমিতে কোন পক্ষদ্বয় যাহাতে মামলা নিষ্পত্তির আগে কোনো প্রকার কাজ না করতে এ ব্যাপারে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেছেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর আদালত হবিগঞ্জ৷ এরই প্রেক্ষিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশে গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই (নিঃ), মোঃ শওকত আলী উভয় পক্ষকে বিরোধপূর্ণ ভূমিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ অথবা কাজ না করতে
নোটিশ প্রদান করেন, গত ১৫ জুন ২০২৫ ইং তারিখে
সকালে৷ এই নোটিশ পেয়েও উশৃংখল প্রকৃতির প্রভাবশালী সরদার আবজাল মিয়া তার দলবল নিয়ে ঘটনাস্থল থেকে পুলিশ চলে যাবার সাথে সাথেই আবারো স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন৷ পরবর্তীতে আবারো বিকেল ৪টায় খবর পেয়ে এস,আই মোঃ শওকত আলী ঘটনাস্থলে পৌঁছে আপ্রাণ প্রচেষ্টায় কাজ বন্ধ করে দেন৷ এঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে উপস্থিত সংবাদকর্মীদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন প্রভাবশালী সরদার আবজাল মিয়া৷ এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ সহ সচেতন মহল৷ এ ব্যাপারে এস,আই শওকত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইনের উর্ধ্বে কেহ্ নন, বর্তমানে বিরোধীয় ভূমিতে কাজ বন্ধ রয়েছে, পূণরায় কোনো পক্ষ এই জায়গায় কাজ করার
দু:সাহস দেখালে কঠোর আইনী ব্যবস্থা নিতে বাধ্য হবে পুলিশ৷
Leave a Reply