মাধবপুর প্রতিবেদক ॥ মাধবপুর উপজেলায় বাংলাদেশ হার্ডলাইন সিরামিকস কোম্পানি(বিএইচইএল) জায়গা অবৈধভাবে ডেজার মেশিন দিয়ে ভরাট করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার (সকাল ১০টায়) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে মাটি ভরাট কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিনের পাইব ভেঙে ফেলা ও অপসারণ করা হয়। অভিযানে মাধবপুর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে। অভিযানের সময় জগদীশ পুর বিএইচ এল কোম্পানির ও ড্রেজারের কাউকে উপস্থিত পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জায়গা ভরাটের কাজটি তদারকি করছিলেন আওয়ামী লীগ নেতা ও হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহিরের ঘনিষ্ঠ সহচর এবং আর্থিক যোগানদাতা কাজী পলাশ। তিনি জুলাই গণ হত্যা বিচারের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলার আসামি । তার গ্রামের বাড়ি মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামে। এ বিষয়ে সহকারি কমিশনার( ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানান কেউই আইনের ঊর্ধ্বে নয়। অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে কৃষি জমি থেকে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply