নিজস্ব প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় দুই পরিবারের লোকজন পাশাপাশি দুটি ভবনের ছাদে দাঁড়িয়ে সংঘর্ষে জড়িয়েছে। ইটপাটকেল ছোড়াছুড়ির সেই দৃশ্যের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ১নং লাখাই ইউনিয়নের শিবপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারিক বিরোধকে দুই পরিবারে উত্তেজনা ছিল। সংঘর্ষে নেতৃত্ব দেন লাখাই ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য ফজলু মিয়া ও একই গ্রামের এনামুল হক। ¯’ানীয়রা জানান, প্রায় আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে গ্রামবাসী এগিয়ে গিয়ে পরি¯ি’তি নিয়ন্ত্রণে আনেন। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন বলেন, পারিবারিক বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ¯’ানীয়রা পরি¯ি’তি শান্ত করেন। লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র বলেন, মারামারির খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যব¯’া নেওয়া হবে।
Leave a Reply