মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নারায়ণপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। গতকাল শুক্রবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে র্যাব-৯, সিপিসি-১, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। র্যাব জানায়, আটক মাদক কারবারি মো. মিজানুর রহমান (৩৫), পিতা- আব্দুল হালিম, গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার জগন্নাথপুর (চকবাজার) এলাকায়।
অভিযানের সময় অভিনব কায়দায় থান কাপড় দিয়ে মোড়ানো প্লাস্টিক বস্তায় রাখা ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসব মাদক পারিবারিক পরিবহনের আড়ালে বহনের চেষ্টা করা হচ্ছিল। আটককৃত মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply