নিজস্ব প্রতিনিধি ॥ জীবনসঙ্গীকে নিতে আড়াইশ কিলোমিটার পথ পাড়ি। হেলিকপ্টারে মাদারীপুর থেকে হবিগঞ্জ আসলেন ইতালি প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান। নিজের শখ পূরণে প্রায় আড়াইশ কিলোমিটার দূর থেকে হেলিকপ্টার চড়ে হবিগঞ্জে বিয়ে করতে আসেন বর। এ সময় বানিয়াচং উপজেলার ১১ নং মক্রমপুর ইউনিয়েনের নখলারআব্দা গ্রামে সৃষ্টি হয় এক অন্যরকম আবহ। গতকাল শনিবার দুপুরে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বৌলগ্রাম থেকে হেলিকপ্টারে চড়ে রওনা দেন ইতালি প্রবাসী মিজানুর রহমান। মাত্র ৩৫ মিনিটেই পৌঁছে যান হবিগঞ্জের কনের বাড়িতে। হেলিকপ্টারটি যখন গ্রামের খেলার মাঠে অবতরণ করে, তখন চারদিক জমে ওঠে উৎসব। শত শত মানুষ দৌড়ে আসেন দেখতে গ্রামের মাঠ যেন পরিণত হয় জনসমুদ্রে। কেউ মোবাইলে ভিডিও করছেন, কেউ আবার সেলফি তুলছেন। বাড়িতে ঢোকার আগে বরকে বরণ করে নেয় কনের পরিবারের সদস্যরা। বর মিজানুর রহমান জানান, তার স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করবেন। সেই স্বপ্ন পুরণ করতেই এমন আয়োজন। বরের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বৌলগ্রামে। তাঁর বাবা আঃ রব বেপারী ও মাতা লিলি বেগম। তিনি দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। কনে দিপালী আক্তার বানিয়াচং উপজেলার ১১ নং মক্রমপুর ইউনিয়নের নখলারআব্দা গ্রামের হিরাজ মিয়া ও পারভিন আক্তার দম্পত্তি কন্যা। বরের এমন আগমনে কনের পরিবারের সদস্যরাও ছিলেন দারুণ খুশি। সেই সাথে উৎফুল্ল ছিলেন গ্রামবাসীও। সব আনুষ্ঠানিকতা শেষে, নিজের জীবনসঙ্গিনীকে নিয়ে হেলিকপ্টারে চড়েই আবারও নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বর মিজানুর রহমান। গ্রামজুড়ে তখনও আলোচনা এই বিয়ে যেন রূপকথার গল্পের মতো।
Leave a Reply