স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভান্ডারুয়া গ্রামে এক যুবকের গলা কাটা লাশ ফেরত এসেছে। নিহতের নাম আব্দুল কাইয়ুম (১৯), পিতা সাঈদ মিয়া। তিনি চট্টগ্রামে ভাড়াটিয়া বাসায় বসবাস করছিলেন। গতকাল ১৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ওই বাসায় গলা কেটে তার মৃত্যু ঘটে বলে জানা যায়। রাত আনুমানিক ১২টার দিকে পরিবার লাশ নিয়ে গ্রামের বাড়ি ভান্ডারুয়া গ্রামে পৌঁছায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মাধবপুরের তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান। নিহতের পরিবারের দাবি, আব্দুল কাইয়ুম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মানসিক অসুস্থতার কারণেই তিনি নিজে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুল বশর বলেন, আমরা লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জে পাঠিয়েছি। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Leave a Reply