স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক শিশু অংশ নেয় এক ব্যতিক্রমধর্মী নৌ-ভ্রমনে। উপভোগ করে অনাবিল হাসি ও আনন্দ, মেতে উঠে উচ্ছাসে। গতকাল শনিবার সকালে শহরতলীর কালারডোবা বিনোদন কেন্দ্রে জড়ো হতে থাকে এ সকল শিশুরা। তাদের সাথে যোগ দেন আয়োজনের উদ্যোক্তা হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মো: জাবেদ ইকবাল চৌধুরী। প্রথমেই শিশুদের পড়ানো হয় সাদা রংয়ের গেঞ্জী, লাল সবুজের ক্যাপ, হাতে দেয়া হয় বাংলাদেশের পতাকা। এরপর একে একে সবাই উঠে পড়ে বড় নৌকায়। শুরু হয় মজার এক নৌ-ভ্রমন। বিভিন্ন বয়সের ছোট ছোট ছেলে মেয়েগুলো মেতে উঠে নানা প্রকার গান, নাচ আর হাসি আনন্দে। একদিকে নৌকা চলছে আর অন্যদিকে দুপাশের অপরূপ প্রাকৃতিক দৃশ্যে উপভোগ করতে করতে সুবিধাবঞ্চিত শিশু গুলো মনের আনন্দে মেতে উঠে। ঘণ্টা খানেক পর পাওয়া যায় এক টুকরো মাঠ। নৌকা ভিড়িয়ে সবাই নেমে পড়ে মাঠে। শুরু হয় দুইভাগে ভাগ হয়ে ফুটবল খেলা। অনেকে আবার নৌকা থেকে পানিতে লাফিয়ে পড়ে সাতার কাটতে শুরু করে। প্রায় এক ঘন্টা এভাবেই ফুটবল খেলে আর দৌড়াদৌড়ি করে কাটিয়ে দেয় শিশুরা। ফেরার পথে আবারো হাসি আনন্দে মেতে উঠে বাচ্চাগুলো। কালার ডোবা বিনোদন কেন্দ্রে এসে সবাই বিরিয়ানী খেতে বসে পড়ে আর ফাকে ফাকে বিনোদন কেন্দ্রের রাইডগুলো চড়তে থাকে। প্রোগ্রামের শেষে সবাইকে ধুমপান আর নেশা না করার শপথ পড়ানো হয়।
Leave a Reply