স্টাফ রিপোর্টার ॥ সরাইলে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আশিকুল ইসলাম আপন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। গ্রেফতারকৃত আশিকুল ইসলাম আপন মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের রিপন মিয়ার ছেলে। গতকাল শনিবার (১৬ আগস্ট) দুপুরে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গত শুক্রবার রাতে পুলিশের একটি চৌকস টিম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওসি জানান, ঢাকা সিলেট মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এ সময় মাদক, সন্ত্রাস নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply