স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী মামলা ও জি আর মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত তারেক হাবিব নামের এক দুর্ব্ত্ত কে আটক করেছে জনতা। জনতা তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।
গতকাল রাত ৯ টার দিকে এই দুবৃর্ত্ত সার্কিট হাউজ এলাকার মার্কাজ মসজিদ এলাকায় অপ উদ্দ্যেশে ঘুরাফেরা করছিল। এ সময় জনতা তাকে আটক করতে চাইলে তারেক হাবিব একটি ধারালো ছোড়া দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় জনতার ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় একটি ড্রেনে পড়ে যায়। এ সময় জনতা তাকে মারধোর শুরু করলে পুলিশ বিক্ষুব্ধ জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে হবিগঞ্জ মডেল থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানান, জনতা তারেক হাবিব নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সে হাতির থান গ্রামের হাবিব খানের পুত্র। তিনি আরো জানান, তারেকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা সহ বেশ কয়েকটি জি আর মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে তার নামে। তারেক হাবিব বেশ কয়েক মাস যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।
Leave a Reply