শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে পৃথক অভিযানে গাঁজা ও মদ সহ দুই জন গ্রেফতার

বানিয়াচংয়ে পৃথক অভিযানে গাঁজা ও মদ সহ দুই জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে আবারো সেনাবাহিনীর অভিযানে ১ কেজি গাঁজাসহ মোঃ বাচ্চু মিয়া (৫২) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা,নগদ ১০হাজার ২শত টাকা,১টি কলকি,১টি চাকু এবং গাঁজা পরিমাপের একটি পাল্লা জব্দ করা হয়। গ্রেফতার হওয়া মাদক কারবারি বাচ্চু মিয়া উপজেলার ৮ নম্বর ইউনিয়নের গুনই গ্রামের আব্দুল মোতালেব খানের পুত্র। গতকাল শুক্রবার সকালে বানিয়াচং থানায় তাকে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ দিকে দেশীয় মদসহ কৃষ্ণ রবিদাস(৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে ১২ লিটার দেশী মদ, মদের ওয়াস ১৪০ লিটার এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। সে উপজেলার ৩ নম্বর ইউনিয়নের মিয়াখানি গ্রামের সম্বু রবি দাসের পুত্র। গতকাল শুক্রবার গ্রেফতারকৃত কৃষ্ণকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com