শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচেন স্বতন্ত্র প্রার্থী হলেন নবীগঞ্জের নাবিলা

ডাকসু নির্বাচেন স্বতন্ত্র প্রার্থী হলেন নবীগঞ্জের নাবিলা

স্টাফ রিপোর্টার ॥ ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এ নির্বাচনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভি.পি. (সহ-সভাপতি) পদে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও তাসনিম আক্তার আলিফ নাবিলা। তিনি নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের প্রয়াত মোঃ আক্তার হোসেনের মেয়ে। প্রার্থীতা ঘোষণা করে নাবিলা বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে যদি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতি হিসেবে ধরা হয়, তাহলে আমার রাজনীতি হলো আপনাদের প্রত্যেকের যৌক্তিক দাবি আদায় করা। ছোটবেলার স্বপ্ন এবং দীর্ঘদিনের আকাঙ্খা পূরণের জন্যই আমি আসন্ন নির্বাচনে প্রার্থী হয়েছি। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রশাসন ও শিক্ষার্থীদের মাঝে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করতে পারবো। স্যানিটেশন, আবাসন সংকট, অস্বাস্থ্যকর খাবার, যাতায়াত সমস্যা- এসব সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে চাই। আমি শুধু প্রতিশ্রুতি নয়, বরং একটি বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এসেছি। আবাসিক ও অনাবাসিক উভয় শিক্ষার্থীর প্রতিনিধি হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি ও সমস্যাগুলো তুলে ধরা নয়, বরং তার সমাধানের পথ খুঁজে বের করাই হবে আমার নেতৃত্বের মূল লক্ষ্য। আপনাদের সমর্থন ও মূল্যবান ভোট হবে আমার শক্তি। শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে নাবিলা বলেন,আমার চোখে ধরা পড়া সমস্যাগুলোই কেবল সমস্যা নয়। আপনাদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। আমি সবার মতামত শুনতে চাই এবং সবার অভিন্ন স্বার্থে কাজ করতে চাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com