মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক ব্যবসায়ীর জানালায় আগ্নেয়াস্ত্রের গুলি ছুড়ে ফুঁটো করে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার শাহজানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে গ্রাম বাসিদের মাঝে চরম আতংক বিরাজ করছে। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, ওই গ্রামের ব্যবসায়ী রাসেল মিয়া প্রতিদিনের ন্যায় গতকালও শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন স্ত্রী সন্তানাদি নিয়ে। ভোর ৪টার সময়ে তার খাটের পাশে জানালায় হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে আতঁকে ওঠেন। পর পর গুলির শব্দে ২ বাচ্চাসহ হামাগুড়ি দিয়ে শয়ন কক্ষ ত্যাগ করে বারান্দায় গিয়ে প্রাণভয়ে চিৎকার দেন। এসময়ে প্রতিবেশীরা এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। রাসেলের ভাই রুবেল মেম্বার জানান, রাসলের সাথে টাকার লেনদেন আছে। হয়তো সেই চক্রটি এ ধরনের ঘটনা ঘটাতে পারে। থানায় লিখিত অভিযোগ করা হবে। তদন্ত করে প্রকৃত ঘটনা বের করে দুর্বৃত্তের আইনের আওতায় আনার দাবী তাদের।
থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদ উল্ল্যাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত করে দুর্বৃত্ততায়নের সাথে যারা জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply