নিজস্ব প্রতিনিধি ॥ অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ করি এই স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ মেলা উদ্বোধন আলোচনা সভা র্যালী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮ আগষ্ট থেকে ২৪ আগস্ট পক্ষকাল ব্যাপী মৎস্য সপ্তাহ পালন করা হবে। গতকাল সোমবার বেলা ১২টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ এর সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ এর পরিচালনায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন উপজেলার জামে মসজিদের ইমাম মাহবুর রহমান ও গীতা পাঠ করেন নারায়ণ চন্দ্র দাস । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি)শাহীন দেলোয়ার ও নবীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার সাইফুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিসার জাকারিয়া আহমেদ সহ উপজেলার সকল মৎস্যজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply