মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

চুনারুঘাটের দামোদরপুরে সরকারি রাস্তায় গেইট নির্মাণের অভিযোগ

চুনারুঘাটের দামোদরপুরে সরকারি রাস্তায় গেইট নির্মাণের অভিযোগ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার এলাকায় সরকারি রাস্তায় অবৈধভাবে গেইট ও লোহার রেলিং বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে ফয়জুল ইসলাম তালুকদার দামোদরপুর গ্রামের সরকারি রাস্তায় জোরপূর্বক গেইট নির্মাণ করেন। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ তালুকদারের উদ্যোগে রাস্তাটি পাকাকরণের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়। এরপর থেকেই ফয়জুল ইসলাম বিভিন্ন কৌশলে কাজটি বাঁধাগ্রস্ত করার চেষ্টা শুরু করেন। যদিও রাস্তাটি সরকারি খাস জমি ও এলজিইডি আইডিভুক্ত, তবুও ফয়জুল ইসলাম দাবি করেন, তিনি নাকি এই রাস্তা এলাকাবাসীকে দিয়েছেন। চলতি বছরের ৮ জুলাই তিনি সহকারী জজ আদালত, চুনারুঘাটে একটি মামলা দায়ের করেন উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী হবিগঞ্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে বিবাদী করে।
আদালতে বিবাদীদের দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয় রাস্তাটি এলজিইডি আইডিভুক্ত এবং পাকাকরণের টেন্ডার প্রক্রিয়াধীন। একই সঙ্গে ব্যক্তি মালিকানাধীন একটি গেইট উন্নয়ন কাজে বাঁধা হয়ে দাঁড়িয়েছে বলে জানানো হয় এবং তা অপসারণের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নেবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com