হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার মনোনিত হয়েছেন চুনারুঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক রিপটন পুরকায়স্থ। জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। সভায় জানানো হয়, মাদকদ্রব্য উদ্ধার ও নিয়ন্ত্রণে সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে জেলার বিভিন্ন থানার এস আইদের কার্যক্রম পর্যালোচনা করে চুনারুঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক রিপটন পুরকায়স্থকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে মনোনিত করা হয়। এসময় পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন মাদকদ্রব্য উদ্ধারে একজন চৌকস পুলিশ অফিসারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার মনোনিত হওয়ার পর এস আই রিপটনের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন- পুরষ্কারপ্রাপ্তি কর্মের প্রতি দায়িত্ব আরো বাড়িয়ে দেয়, মাদকের বিরুদ্ধে আমি সবসময়ই জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি, ভবিষ্যতেও করবো।
সভায় জেলার বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply