স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে মব সৃষ্টি, শিক্ষার পরিবেশ বিনষ্টকারী ও শিক্ষকদের সম্মানহানির প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১.টায় বানিয়াচং উপজেলা পরিষদের সামনে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,আমাদের বিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মানহানি করে চলেছে কতিপয় মব সৃষ্টিকারি। এ কারণে শিক্ষার মান ও পরিবেশ বিনষ্ট হচ্ছে। আমরা আমাদের শিক্ষকদের মান মর্যাদা এবং শিক্ষার পরিবেশ ফিরে পেতে মানববন্ধন করছি। দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অন্যথায় কঠোর আন্দোলন হবে বলেও হুশিয়ারী দেন শিক্ষার্থীরা। এরপর ৭ দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথীর কাছে স্মারক লিপি জমা দেয় শিক্ষার্থীরা। অপরদিকে মানববন্ধন চলাকালে মব সৃষ্টির মূলহোতা অভিযুক্ত খন্ডকালীন শিক্ষক আতাউরের নেতৃত্বে একদল যুবক মানববন্ধনের মুখোমুখি হয়ে উপজেলা পরিষদ মাঠে প্রবেশ করেন। এসময় শিক্ষার্থীরা আতাউরের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান তুললে উত্তপ্ত হয় পরিষদ প্রাঙ্গন। তাৎক্ষণিক সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ দু’পক্ষকে সামাল দিয়ে মানববন্ধনকারি শিক্ষার্থীদের শান্ত করে স্বারকের অনুলিপি গ্রহণ করেন এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। উল্লেখ্য- কয়েকদিন পূর্বে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম,সহকারী প্রধান শিক্ষক শিরিনা আক্তার ও সহকারী শিক্ষক নানু মিয়ার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রপাগান্ডা ছড়ানোসহ বিদ্যালয়ে মব সৃষ্টির প্রতিবাদেই ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Leave a Reply