সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে চরম অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার সকালে দুদকের হবিগঞ্জ জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এরশাদ মিয়ার নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। অভিযানে দেখা যায়, হাসপাতালের ধারণ ক্ষমতা ২৫০ হলেও এদিন ভর্তি রোগী ছিলেন ৫৭৬ জন। অতিরিক্ত ৩২৬ জন রোগী সরকারি খাবার পাননি। রোগীদের দেওয়া পাউরুটিতেও ছিল না মেয়াদোত্তীর্ণের তারিখের স্টিকার। টয়লেটসহ হাসপাতালের সর্বত্র অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছিল। প্রতিটি ওয়ার্ডে রোগীর সঙ্গে চার-পাঁচজন স্বজন থাকায় শৃঙ্খলার ঘাটতি চোখে পড়ে। তবে জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে উপস্থিত পাওয়া গেছে। এরশাদ মিয়া বলেন, হাসপাতালে অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনার অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। তবে অতিরিক্ত রোগী ও স্বজনের চাপও এর বড় কারণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com