স্টাফ রিপোর্টার।।হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সাল বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৃষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের গনমানুষের জনপ্রিয় রাজনৈতিক দল।কিন্তু একটি মহল দলের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, অপপ্রচার করে যাচ্ছে।বাংলাদেশের মা,মাটি মানুষের সাথে বিএনপির বন্ধন। বিগত কর্তৃত্ববাদী সরকার বিএনপিকে ধ্বংশ করতে চেষ্টা করছে। তারা সফল হয়নি বরং মাটি ভেদ করে বিএনপির নেতাকর্মীরা জুলুমবাজ সরকারের বিরুদ্ধে জীবন দিয়ে শহীদ হয়েছেন।তিনি আরও বলেন -১৯৯১ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য মাধবপুর- চুনারুঘাটের এমন কোন গ্রাম বা মহল্লা নাই যেখান আমার পা পড়েনি। জেলাবাসী আমাকে গোপন ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত করেছিলেন ২০১৯ সাল পর্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। দলকে ঐক্যবদ্ধ করার জন্য সব ধরনের চেষ্টা করেছি। বিগত দিন গুলোতে বিভিন্ন সেবামুলক কাজের সুবাদে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ রেখেছি।
তিনি রোববার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন বিএনপিরে উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেবের বড় ছেলে ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছন চুনারুঘাট আমার দ্বিতীয় বাড়ি। এ বাড়ির উন্নয়নের জন্য আমার বাবা সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব দিনরাত পরিশ্রম করেছেন।যে সময় তিনি আমাদের এবং পরিবারকেসময় দেয়ার কথা সেই সময় তিনি মাধবপুর-চুনারুঘাটে উন্নয়নের জন্য সময় দিয়েছেন।
উনার মাধ্যমে চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীর উপর ৩টি ব্রিজ পৌরসভার উন্নয়ন ও হাসপাতাল সহ এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজের ব্যাপক উন্নয়ন করিয়েছেন। উনি যদি আপনাদের সহযোগিতায় রাষ্ট্রিয় কোন দায়িত্ব পান তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি আমার বাবার সাথে সাথে আমরা দুই ভাই এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।গাজীপুরহাই স্কুল এন্ডকলেজ মাঠে গাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হাবিব মেম্বারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায় শফিকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান,সাবেক মেয়রনাজিমউদ্দিন সামসু,সাবেক চেয়ারম্যান এড. সর্দার আব্দুস সহিদ,মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারন সম্পাদক হামিদুর রহমান,পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধান সম্পাদক আলাউদ্দিন আল রনি,চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ সাবেক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল হক, উপজেলা ছাত্রদল আহবায়ক আরিফুল রহমান আরিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হক, সদস্য সচিব জালাল মিয়া, যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান রুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ হাছান তুহিন, সাদেক সবুর,সিরাজুল ইসলাম জমাদার, আব্দুল সালাম, স্বেচ্ছাসেবক কাউসার খান প্রমুখ। সভা শুরুর আগেই বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরাসভাস্থলে এসে উপস্থিত হয়। এক সময় সভা জনসমুদ্রে পরিনত হয়।
Leave a Reply