বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বর পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী। এতে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বোরহান উদ্দিন। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, দেশি মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণে অভয়াশ্রম প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। মৎস্য খাত শুধু দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশই নয়, বরং জনগণের পুষ্টি চাহিদা পূরণেও অগ্রণী ভূমিকা রাখছে। তাই টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে প্রত্যেককে সচেতন হতে হবে এবং মাছ চাষ ও সংরক্ষণে এগিয়ে আসতে হবে।
Leave a Reply