শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে ঐকবদ্ধ থাকতে হবে-সৈয়দ মোঃ শাহজাহান

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে ঐকবদ্ধ থাকতে হবে-সৈয়দ মোঃ শাহজাহান

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন বাংলাদেশের গণ মানুষের প্রিয় রাজনৈতিক দলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐকবন্ধ থাকতে হবে। কোন অবস্থাতেই দলের মধ্যে গ্রুপিং করা যাবে না। তিনি গত সোমবার মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১দফা কর্মসূচি বাস্তবায়ন ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। বুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মিসির আলি সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মর্তুজ আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির যুগ্ম সাম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, যুবদলের যগ্ম আহবায়ক কবির চৌধুরী, আনিছুর রহমান, জিতু সর্দার প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com