বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলায় পাপন চন্দ্র গোপ কর্তৃক মহানবী (সাঃ)কে কুটক্তি করার পর এলাকার শান্তি বজায় রাখার আহবানে সম্প্রীতি সমাবেশ করেছেন ২ নং উত্তর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তখলিছুর রহমান। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় পরিষদ কার্যালয়ে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নির্বাচিত সেক্রেটারী নকিব ফজলে রকিব মাখন। আরও বক্তব্য রাখেন বিক্রমজিৎ মহারতœ, মেম্বার ইনছাব আলী প্রমুখ। মাখন বলেন বানিয়াচং ঐতিহাসিকভাবে সামাজিক সম্প্রীতির উপজেলা। পাপনসহ কয়েকজন গর্হিত অপরাধ করেছে এটা সঠিক, তার কঠিন বিচার আমরা চাই। তবে অন্যান্য নিরপরাধ সনাতন ধর্মের লোকজনকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বানিয়াচংয়ের মানুষ শান্তিপ্রিয়। সাধারণ জনগণ ও বিএনপি সবসময় আপনাদের পাশে আছে। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী তারেক রহমান এর নির্দেশে সম্প্রীতির পক্ষে কাজ করে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চেয়ারম্যান তকলিছ বলেন, আমার ইউনিয়নের হিন্দু ভাই ও বোনেরা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা নির্বিঘেœ চলাফেরা করেন, আমরা জনগণ আপনাদের পাশে আছি।
Leave a Reply