বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ছাত্র-জনতার স্বপ্ন পূরণে দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ছাত্র-জনতার বিপ্লবে নিজেকে একজন সহযোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে অনেক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তত। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে। এমন অবস্থায় আমাদেরকে দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে জনগণই হবে সকল ক্ষমতার উৎস।
Leave a Reply