সোমবার, ১৯ মে ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

ইসলামে তারুণ্যের অগ্রাধিকার

ইসলামে তারুণ্যের অগ্রাধিকার

ইসলামে তারুণ্যের গুরুত্ব অপরিসীম। তারুণ্য মানুষের জন্য এক অফুরন্ত নিয়ামত ও সুমহান সুযোগ। এই নিয়ামত ও সুযোগের যথাযথ ব্যবহার করা জরুরি। তারুণ্যকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ইহকালে কল্যাণ ও পরকালীন জীবনে মুক্তির মিনারে উপনীত হওয়া যাবে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই।

কাজেই তরুণকালে নিজেদের চরিত্রকে কলুষিত না করে আলোকিত মানুষ হওয়ার গৌরব অর্জন করাই বুদ্ধিমানের কাজ।
একদল তরুণের অলৌকিক মর্যাদা : আনুমানিক ২৫০ খ্রিস্টাব্দের দিকে রোমান সম্রাট ডিসিয়াসের শাসনকালে (২৪৯-২৫১) একদল তরুণকে ধর্মত্যাগী হিসেবে চিহ্নিত করা হয়। পৌত্তলিক রোমান সাম্রাজ্যে তাদের জোর করা হয় পুরনো দেবদেবীদের বিশ্বাসে ফিরে যেতে। তারা তা প্রত্যাখ্যান করে।

তাদের বিদ্রোহের কথা শুনে খুব রেগে যান এবং তাদের হত্যা করার আদেশ জারি করেন। তারা অক্লন পাহাড়ের এক গুহায় আশ্রয় নেয় এবং প্রার্থনা শেষে ঘুমিয়ে পড়ে। মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের পৃথিবীর ইতিহাসে এক অলৌকিক মর্যাদা প্রদান করেন। তারা ৩০০ বছরের অধিক সময় ঘুমিয়ে থাকে।

তারা জেগে ওঠে, তাদের কোনো ধারণা ছিল না যে তারা কয়েক শতাব্দী ধরে ঘুমিয়েছে। বরং তারা ভেবেছিল যে মাত্র কয়েক ঘণ্টা ঘুমিয়েছে। তারা তাদের একজনকে খাবার কিনতে পাঠালে দোকানদার এত পুরনো মুদ্রা দেখে অবাক হয়ে যায়। ধীরে ধীরে গুহায় তাদের কাটানো সময়ের বাস্তবতা প্রকাশ পায়। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, ‘(হে নবী)! আমি তোমার কাছে তাদের সঠিক বৃত্তান্ত বর্ণনা করেছি, তারা ছিল কয়েকজন তরুণ, তারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করেছিলাম।

ইবাদতে কাটানো তরুণের বিশেষ প্রতিদান : তারুণ্যের ইবাদত আল্লাহ খুবই পছন্দ করেন। আল্লাহর ইবাদতে তারুণ্য কেটেছে— এমন বান্দাদের পরকালে বিশেষ ব্যবস্থাপনায় মর্যাদাপূর্ণ জায়গায় আশ্রয়ের কথা বলা হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মহান আল্লাহ সাত ধরনের ব্যক্তিকে আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তার (আরশের) ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এক. ন্যায়পরায়ণ শাসক। দুই. এমন তরুণ যে রবের ইবাদতে গড়ে উঠেছে…।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com