চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গত সোমবার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাওলানা আবু তাহের জেহাদী, হারুনুর রশিদ, সায়েদুর রহমান, আব্দুস শহীদ প্রমুখ। বক্তারা বলেন, বিশ^নবীকে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। মানব জাতির হেদায়েতের জন্য তাওহীদের মহান বাণী নিয়ে এঁসেছিলেন। জাহিলিয়াতের সকল কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে মানব সত্ত্বার চিরমুক্তি, শান্তি, প্রগতি ও সামগ্রীক কল্যাণ নিয়ে এঁসেছিলেন।
Leave a Reply