নুর উদ্দিন সুমন ॥ চুনারুঘাটে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অবৈধ যানবাহন, রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ও অবৈধ সিএনজি চালিত অটোরিকশাসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকেল সন্ধ্যা পর্যন্ত পৌরসভার সদর প্রাইমারী স্কুলের সামনে অভিযান শুরু হয়েছে। এ সময় পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে মোটরসাইকেল, সিএনজি অটোরিক্সা, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। যাদের কাগজপত্র ঠিক রয়েছে তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে। আর যাদের যানবাহনের কাগজপত্র পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেনাবাহিনীর মেজর মোঃ শাহিন আলম জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সড়কে বিশৃঙ্খলা ও অপরাধ দমনে সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে আইন অমান্যকারী মোটরসাইকেল ও যানবাহনগুলোকে জরিমানার পাশাপাশি মামলা দিয়ে থানায় সোপর্দ করা হচ্ছে। সেনাবাহিনীর শাহবাজিবাজার অস্থায়ী সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর মোঃ শাহীন আলমের নেতৃত্বে চুনারুঘাট, মাধবপুর ও শায়েস্তাগঞ্জে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশ চুনারুঘাট থানা পুলিশও রয়েছে।
জানা যায়, চলমান পরিস্থিতি মোকাবিলা ও অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর চলমান অভিযান চলছে। দিনের পাশাপাশি প্রতিদিন রাত ১১ থেকে ভোর ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হচ্ছে। হেমলেটবিহীন মোটরসাইকেল, কালো গ্লাস-ওয়ালা গাড়ি ও সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বৈধ কাগজপত্র না থাকলে কিংবা অবৈধ কিছু পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযানে যেসব মোটরসাইকেল আরোহীর হেমলেট নেই বা ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের সড়ক পরিবহন আইনে মামলা দেয়া হচ্ছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন বলেন, পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে সন্দেহজনক যানবাহন ও হেলমেট-বিহীন মোটরসাইকেল থামানো হচ্ছে। যাদের লাইসেন্স নাই এবং হেলমেট ব্যবহার করছেন না; তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হচ্ছে। এখন পর্যন্ত ১২টি সিএনজি, ৫টি মোটরসাইকেল আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন। বেশিরভাগই যানবাহনের কাগজপত্র ও সাইকেলের হেমলেট না থাকার কারণে তাদের আটক করা হয়।
Leave a Reply