স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আহাদকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে তথ্যপ্রযুক্তি সহায়তায় ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি র্যাব হেফাজতে রয়েছেন। র্যাব জানায়, দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরায় অভিযান চালায় র্যাব। এ সময় আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি র্যাব হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে বানিয়াচং থানা ও হবিগঞ্জ সদর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।
Leave a Reply