মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কে মোটরসাইকেল ও ভ্যানগাড়ির মুখোমুখী সংঘর্ঘ

আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কে মোটরসাইকেল ও ভ্যানগাড়ির মুখোমুখী সংঘর্ঘ

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কে মোটরসাইকেল-ভ্যানগাড়ির মুখোমুখী সংঘর্ষে মোঃ সাইফুল মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় সদর ইউনিয়নের বিরাট গুচ্ছগ্রামের অদূরে উল্লেখিত রাস্তায় ওই দূর্ঘটনা ঘটে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অধিক রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সে কিশোরগঞ্জের মিটামইনের বৈরাটি গ্রামের মৃত- সিরাজুল মিয়ার পুত্র।
জানা যায়, কিশোরগঞ্জের মিটামইনের বৈরাটি গ্রামের বাসিন্দা মৃত সিরাজুল মিয়ার পুত্র মোঃ সাইফুল মিয়া (৫০) শ্বশুরবাড়ি বানিয়াচং থেকে মোটরসাইকেলে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। অপরদিকে আজমিরীগঞ্জ বাজার থেকে একটি ফ্রিজ নিয়ে শিবপাশার উদ্দেশ্যে রওয়ানা দেয় ভ্যানগাড়ী। দ্রুতগামী দুইটি যানবাহন দুপুর ১টায় আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট গুচ্ছগ্রামের অদূরে শিবপাশাগামী রাস্তায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালকদ্বয়। এতে দু’টি যানবাহনের মুখোমুখী সংঘর্ঘ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালকের ডান পা দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর অধিক রক্তক্ষরণজনিত কারণে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com