শনিবার, ০৫ Jul ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী’র আয়োজনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে সাক্ষী এবং অভিযুক্তদের প্রতি ইস্যুকৃত সমন এবং বিভিন্ন প্রসেস জারীকরণ; অনুসন্ধান এবং তদন্তকালীন দীর্ঘ সূত্রিতা ও প্রতিবন্ধকতা দূরীকরণ; জখমী সনদ ও ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তির প্রতিবন্ধকতা দূরীকরণ ছিলো মূল প্রতিপাদ্য বিষয়। এছাড়াও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে মোহাম্মদ হারুন-অর-রশীদ হবিগঞ্জ জেলায় যোগদানের পর উল্লেখযোগ্য হারে মামলা নিষ্পত্তি, আদালত ভবনের উন্নয়ন ও সংস্কারমূলক উদ্ভাবনী কাজের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স এর ফোকাল পার্সন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ছিফাত উল্লাহ এর উপস্থাপনা ও সঞ্চালনায় মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আমিনুল হক সরকার। এছাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, আর.এম.ও. ডাঃ মোমিন উদ্দিন চৌধুরী, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, র‌্যাব-৯ সিপিসি-০১ শায়েস্তগঞ্জ এর কোম্পানী কমান্ডার, পিবিআই, সি.আই.ডি, ডি.বি, কোর্ট পুলিশ পরিদর্শক, সকল থানার অফিসার ইনচার্জগণ, হবিগঞ্জ জেলা বার এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোছাব্বির বকুল, পাবলিক প্রসিকিউটর মোঃ আব্দুল হাই সহ ফৌজদারী মামলা দায়ের, তদন্ত ও বিচার কাজের সাথে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com