আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে পূর্ব-বিরোধের জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় মোঃ ফজর আলী (৪৬) নামে এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টায় ওই এলাকার নোয়ানগর মাদ্রাসা সংলগ্ন রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। আশাপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্হার অবনতি হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। সে পৌরসভাধীন নোয়ানগর গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র। একই দিন বিকাল ৫ টায় প্রতিপক্ষ মোঃ লোকমান মিয়ার পুত্র সোহাগ মিয়া (৪৮) এর বাড়ি থেকে ফিকল, টেটা, রামদা সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুুলিশ।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার নোয়ানগর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মজিদের পুত্র মোঃ ফজর আলী (৪৬) এর সাথে একই এলাকার মৃত লোকলাল মিয়ার পুত্র মোঃ মুরাদ মিয়াগংদের সহিত বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ সহ মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে গতকাল শনিবার সকালে মোঃ ফজর আলী (৪৬) বাড়ি থেকে রওয়ানা দিয়ে টমটমযোগে বাজারে আসছিল। সাড়ে ৯ টায় এলাকার নোয়ানগর মাদ্রাসার সামনের রাস্তায় পৌঁছলে পূর্ব থেকে উৎপেতে থাকা মৃত লোকলাল মিয়ার পুত্র মোঃ মুরাদ ও মোঃ লোকমান মিয়ার পুত্র সোহাগ মিয়ার নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি টিম টমটমের গতিরোধ করে। পর টমটম থেকে টেনে হিঁছড়ে ফজর আলীকে টমটম থেকে নামিয়ে হামলা চালিয়ে বেধরক মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। একই সময় ১টি এনড্রয়েড মোবাইল ও পোল্ট্রি ফিড কিনতে তার নিকট থাকা নগদ ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায় দূর্বৃত্তদল। পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে পুলিশের পরামর্শে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এদিকে একই দিন বিকাল ৫ টায় থানার এসআই শুভ’র নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে প্রতিপক্ষ লোকমান মিয়ার পুত্র মোঃ সোহাগ মিয়ার বাড়ি থেকে ফিকল, টেটা, রামদা সহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
Leave a Reply