স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবিগঞ্জের সাবেক এমপি আবু জাহিরসহ অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর) শহিদ মোস্তাকের ভাই ময়না মিয়া বাদি হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে চীফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে নামসহ আসামি করা হয় ৩২ জনকে এবং অজ্ঞাত আরও ৩০০ জন।
উল্লেখযোগ্য আসামীরা হলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির, সাবেক সেক্রেটারী আব্দুল মজিদ খান, সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান, হবিগঞ্জ সদর মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, মাহবুব আহম্মদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী, আতাউর রহমান সেলিম, আবুল কাশেম চৌধুরী, আকবর হোসেন জিতু সভাপতি, শেখ শামসুল হক, মোতাচ্ছিরুল ইসলাম, মোহাম্মদ শাহনেওয়াজ, মুশফিউল আলম আজাদ, মিজানুর রহমান মিজান, মোঃ সুলতান মাহমুদ, মোস্তফা কামাল আজাদ রাসেল, সাইদুর রহমান, মহিবুর রহমান মাহি, মোঃ আব্দুল মোত্তালিব, ছালেক মিয়া, তজম্মুল হক চৌধুরী, লুৎফুর রহমান তালুকদার, আক্তার হোসেন, জালাল আহমেদ, জহিরুল ইসলাম রুহেল, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী ফরহাদ আহমেদ, মোঃ ছালেক মিয়া, মোঃ সামছুল হক, ফয়জুর রহমান রবিন, আব্দুর রহমান, আব্দুল হাই।
অভিযোগের বিবরণে বলা হয়, শহিদ মোস্তাক আহমেদ (২৫), বিগত ০২/০৮/২০২৪ তারিখে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহনের জন্য দুপুর ০১.৩০ ঘটিকার সময় হবিগঞ্জ শহরের তিন কোনা পুকুর পাড় এলাকায় মিছিল ও আন্দোলন করে। আনুমানিক দুপুর ০২.৩০ ঘটিকার সময় পুলিশের গুলিতে ঐ স্থানেই মৃত্যুবরণ করে।
Leave a Reply