স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার চিরাকান্দি এলাকায় অনুমতিবিহীন বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। ওই এলাকার মৃত আব্দুস সামাদের পুত্র জামাল আহমেদ বিল্ডিং নির্মাণ করছেন। এতে করে পাশের বাসার চলাচলের রাস্তায় সেপ্টিক টেংকি স্থাপন করায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এ বিষয়ে সজলু মিয়া বাদী হয়ে গত ৩১ অক্টোবর পৌর প্রশাসক ও সদর থানার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ এর প্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ ও পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই লুকিয়ে আবারও কাজ শুরু করলে সদর পুলিশ কাজ বন্ধ করে দেয় এবং বৈধ কাগজপত্র নিয়ে আসার জন্য বলে। কিন্তু সে কাগজপত্র না নিয়ে আবারও কাজ শুরু করেছে। গত ২১ নভেম্বর রবিবার পৌরসভা থেকে স্থায়ীভাবে কাজ বন্ধ রাখার নোটিশ দেয়। কিন্তু তাও না মেনে প্রশাসন কে তোয়াক্কা না করে পুনরায় কাজ করছে। এদিকে তার এই বিল্ডিং এর কার্নিশ পাশের বাসার মালিকানায় জায়গার উপর চলে এসেছে। এমনভাবে ভবন করায় আশপাশের পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এ বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
Leave a Reply