স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট সরকারি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে গতকাল স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ নবী হোসেন বিশেষ অতিথি উপাধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান সভাপতিত্বে শিক্ষক পরিষদের সম্পাদক আনিসুর রহমান। স্মরণ সভাকে ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী পারভেজ আহমেদ, জুয়েল মজুমদার, কুতুব আলী মীর, তোফাজ্জল মিয়া, ইব্রাহীম আলিফ, শহীদুল কামাল,ইমন আহমেদ, কামরুল, নাজমুল ইসলাম অন্তু সহ প্রমূখ। শিক্ষার্থীদের বক্তব্যে ফ্যাসিবাদী সরকারের শোষণের চিত্রগুলো ফুটে উঠে। তারা কোনোভাবেই জুলাই বিপ্লবকে বৃথা যেতে দিবে না দেশ বিরোধী সকল চক্রান্ত রূখে দিতে বদ্ধপরিকর। শিক্ষার্থী তোফাজ্জল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অধিকার আদায়ে প্রত্যেক শিক্ষার্থীদের নিজেকেই জাগতে হবে, কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না। ফ্যাসিবাদের সময়ে শিক্ষাঙ্গনের অনেক সুযোগ সুবিধা ব্যক্তি কেন্দ্রিক মুষ্ঠিবদ্ধ করে রাখা হয়েছে এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে তবেই জুলাই বিপ্লবের স্বার্থকতা। আর শহীদদের চেতনা লালন করে দেশ গড়তে হবে তাদের ভুলে গেলে চলবে না।
Leave a Reply