বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ৫ সন্তানের জননীকে গভীর রাতে ঘরে ঢুকে হত্যা মামলার আসামী ঘটনার মূল হোতা টেনু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত ফুরাই মিয়ার পুত্র। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গভীর রাতে বানিয়াচং থানার এসআই রূপক ও তার সঙ্গীয় ফোর্স আসামী টেনুকে একই গ্রামের তার মেয়ের বাড়ী থেকে গ্রেফতার করে। আসামীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ ও অন্য খুনীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। নিহত মিনারা (৪০) গ্রামের হাবিবুর রহমান কনাই মিয়ার স্ত্রী। নিহতের স্বামী কনাই মিয়া জানান, মামলা করার পর থেকে আসামী ও তাদের স্বজনদের হুমকিতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply