বিজয় ডেস্ক ॥ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা (অ্যান্টি টেরোরিজম সেল বা এটিসি) তাদের গ্রেপ্তার করে। বিভিন্ন সংবাদ মাধ্যমে ভারতে বাংলাদেশীদের বিরুদ্ধে কঠোর অভিযান চলার সংবাদ বেরিয়েছে। দেশটির পশ্চিমবঙ্গ, আসাম, কেরালাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হচ্ছে। মহারাষ্ট্র পুলিশকে উদ্ধৃতি করে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়, বুধবার থেকে মুম্বাই, ঠাণে এবং নাসিকের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় ১৪ পুরুষ ও তিন নারীকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। তাদের কাছে আধার কার্ড ও প্যান কার্ড পাওয়া গেছে। পুলিশ বলছে তা জাল। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই গ্রেফতার সবাই বৈধ কাগজ ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে। গ্রেফতার সবার বিরুদ্ধে ভারতে প্রবেশ সংক্রান্ত আইন এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
Leave a Reply