স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র ও মোটর সাইকেলসহ ৩ ডাকাত ও ডাকাতি মামলায় ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত অলিপুর গ্রামের মৃত জলফু মিয়ার পুত্র মোঃ স্বপন মিয়া (২৮), সুঘর গ্রামের কদ্দুস মিয়ার পুত্র ফারুক মিয়া (৩২), ওসমানী নগর থানার থানাগাঁও আলাই মিয়ার পুত্র সুজন মিয়া ওরফে হৃদয় (২২) কে আটক করে পুলিশ। গত শুক্রবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি লম্বা ছোরা, ২টি বড় রামদা, ২টি ছোরা এবং ২টি লাল মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত স্বপন ও তার সঙ্গীরা জানায়, তারা প্রায়ই বিভিন্ন স্থান থেকে ডাকাতদের নিয়ে এসে সংঘবদ্ধভাবে ডাকাতি করে।
পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান সার্বিক তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল শহিদুল হক মুন্সির দিকনির্দেশনায় শয়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন মীর, এসআই মোঃ জহুরুল ইসলামসহ পুলিশ ২৭ ডিসেম্বর রাতে অলিপুর এলাকায় জলিল মিয়ার পুত্র রাসেল ও সানাবই গ্রামের রহমত আলী (৪১) কে গ্রেফতার করেন। আটক ডাকাতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply