নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ পৌর এলাকার রামকৃষ্ণ মিশন সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছনে সরকারী মালিকাধীন জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয় জ্যোৎস্না নামে এক মহিলা। এরই প্রেক্ষিতে উক্ত ভিটায় মাটি ভরাটের কাজ শুরু করে। পরবর্তীতে ভরাটকৃত জায়গায় বেইজ ঢালাইয়ের মাধ্যমে পাকা পিলার নির্মাণের কাজ শুরু করে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম পাকা স্থাপনা নির্মাণে একাধিকবার নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু ওই নিষেধাজ্ঞায় কোন রকম কর্ণপাত না করে জোরপূর্বক পাকা স্থাপনার নির্মাণ কাজ অব্যাহত রাখেন তিনি। খবর পেয়ে গতকাল মঙ্গলবার আবারও ঘটনাস্থলে ছুঁটে যান সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম। এ সময় মালিক জ্যোৎস্নাসহ নির্মাণ শ্রমিকরা দৌঁড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় পাকা স্থাপনা ভেঙ্গে দেয়ার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। একই সময় হ্যামার দিয়ে পাকা দেয়াল ভেঙ্গে দেয়া হয়। পরবর্তীতে আবারও নিষেধাজ্ঞা জারি করা হয়।
Leave a Reply