বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে লটারির মাধ্যমে ১৩ ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ লাখাইয়ে পুলিশ দেখে ভয়ে পালাতে গিয়ে যুবলীগ নেতার মৃত্যু হবিগঞ্জে ২২ বছর পর হত্যা চেষ্টা মামলার রায়ে ৮ জনই খালাস ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে হবিগঞ্জের ৩ যুবক আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে গাঁজাসহ কারবারি গ্রেফতার মৌলভীবাজার সদর হাসপাতালে দুদকের হবিগঞ্জ উপ-পরিচালকসহ ৩ সদস্যের অভিযান লাখাইয়ে পার্টানার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ভারতীয় গরু অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় খামারিরা মাধবপুরে দুনীর্তি প্রতিরোধ কমিটির বির্তক প্রতিযোগিতা বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই
নবীগঞ্জের সাংবাদিক সাইফুল জাহান ষড়যন্ত্রের শিকার ॥ দুইটি হত্যা মামলায় জড়িয়ে হয়রানি

নবীগঞ্জের সাংবাদিক সাইফুল জাহান ষড়যন্ত্রের শিকার ॥ দুইটি হত্যা মামলায় জড়িয়ে হয়রানি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ও বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত দুটো হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। দুই মামলায় জেলার বিভিন্ন এলাকায় আসামীভুক্ত ও গ্রেফতার নিয়ে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ প্রেক্ষিতে বানিয়াচং উপজেলায় আলোচিত ৯ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলমকে বদলি করা হয়েছে। সাইফুল জাহানের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ কর্মসূচিতে অংশ নেয়া নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আলোচিত এক নেতা ও সাবেক দুই কাউন্সিলর এই ঘটনার পেছনে কাঠি নাড়ছেন।
পক্ষান্তরে উপজেলা ছাত্রলীগ সভাপতি নাজিমুদৌলার পিতার দায়েরকৃত একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন লাভের পর কারাগার থেকে মুক্তির মুহুর্তে আটক হন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী। এছাড়াও নবীগঞ্জের এক জামায়াত নেতার দায়েরকৃত একটি মামলায় আটক হলেও জামিন মুক্ত হন তিনি। সমালোচনার মুখে জামায়াতের ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ২০২২ সালের ২১ মে আওয়ামী লীগ থেকে পদত্যাগকারী দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও উপজেলা পরিষদের সদ্য বিলুপ্ত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীকে শৌন এরেস্ট দেখায় পুলিশ। সাইফুল পরিবারের দাবি, স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধের জের হিসেবে যুবলীগ ও আওয়ামী লীগের বিশেষ একটি চক্র দুটো মামলায় তাকে ফাঁসিয়েছে। রাজনীতি নিস্ক্রিয় সাইফুলকে চলতি বছরের ৪ ও ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বানিয়াচং উপজেলার আলোচিত ৯ হত্যা মামলা এবং হবিগঞ্জ জেলা শহরে মোস্তাক হত্যা মামলায়ও শৌন এরেস্ট দেখানো হয়। দুটো মামলায় আসামী হিসেবে এজাহারে তার নামই নেই।
প্রশাসনের একাধিক সূত্র জানায়, গুরুত্বপূর্ণ দুটি হত্যা মামলায় ঘটনার সময় সন্দেহভাজন আসামীদের অবস্থান জানার সহজ মাধ্যম হতে পারে তাদের ব্যবহৃত মোবাইল সীম। গুগলের সাহায্যে নিবন্ধিত সীমের গ্রাহকের অবস্থান সহজেই নির্ণয় করা সম্ভব। অহেতুক কাউকে হয়রানি করে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের বিদেহী আত্মাকে কষ্ট দেয়া দুঃখজনক। নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতা বলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিলুপ্ত সংসদের এমপি এডভোকেট আবু জাহির এবং নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শাহ নওয়াজ গাজী মিলাদের সাথে বিরোধের জের হিসেবে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল কর্মকান্ড থেকে অব্যাহতি নেন সাইফুল জাহান চৌধুরী। এ নিয়ে জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, ৫ আগস্ট পটপরিবর্তনের পরও থানা পুলিশকে সহায়তাসহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহন করেন সাইফুল জাহান চৌধুরী। পটপরিবর্তনের ক্রান্তিকালে ব্যবসায়ীদের পাশে থেকে সক্রিয় সহযোগিতা করেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। এ নিয়ে নবীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু বলেন, স্থানীয় একটি অশুভ চক্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে পূর্ব আক্রোশের জের হিসেবে প্রশাসনকে বিভ্রান্ত করছে। তিনি ওই স্বার্থান্বেষী চক্রের মুখোশ উন্মোচনের দাবি জানান। এদিকে, তদন্তাধীন মামলার সর্বশেষ কার্যক্রম নিয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com