স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে দুই সুদ ব্যবসায়ীর নিকট থেকে টাকা নিয়ে বিপাকে পড়েছেন বানিয়াচংয়ের শাহ মোঃ শাহজাহান আলী নামের এক ব্যক্তি। উল্টো তার বিরুদ্ধে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করে হয়রানি করছে তারা।
এ বিষয়ে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে করম আলী ও কুর্শা খাগাউড়া গ্রামের মৃত-খেলু মিয়ার পুত্র মকসুদ আলী হবিগঞ্জ সদর মডেল থানায় আলাদা এজাহার দায়ের করেছেন।
এজাহার সুত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের রাজপাড়া গ্রামের বাসিন্দা মৃত-শাহ শের আলীর পুত্র শাহ মোঃ শাহজাহান আলী, ধানের জমিতে মাটি কাটা সহ ফিসারী ও ফল ফসল চাষের জন্য সৈয়দাবাদ গ্রামের মৃত-মজর উল্লার পুত্র করম আলীর নিকট থেকে ১৮,০০,০০০ টাকা গত ০২/০২/২০১৫ইং তারিখে ১০% সুদে গ্রহণ করেন। জামানত স্বরূপ তিনি পৈত্রিক ও খরিদা জমির মূল কাগজপত্র করম আলীর নিকট জিম্মা রাখেন। শর্ত থাকে যে, বৎসরান্তে ১০% সুদ সহ মোট ২০,০০,০০০/- টাকা ০৩/০২/২০১৬ইং তারিখে পরিশোধ করবেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে পারেননি।
এ বিষয়ে বিগত ১৮/০১/২০১৮ইং তারিখে করম আলীর বাড়ীতে মুরব্বীয়ানের মধ্যস্থতায় সালিশ অনুষ্টিত হয়। কিন্তু সুদ সহ বর্তমানে ২৩,৬০,০০০ টাকা পাওনার কথা অস্বীকার করেন শাহ মোঃ শাহজাহান আলী। ফলে সালিশটি ব্যর্থ হয়।
অপরদিকে মকসুদ আলী তার এজাহারে বলেন, শাহ মোঃ শাহজাহান আলী ২০/০৪/২০১৪ইং তারিখে আমার নিকট ধানের জমিতে ফিসারী খনন করার কথা বলে ১৬,০০,০০০ টাকা ঋণ চায়। শাহ মোঃ শাহজাহান আলী তার ফসলী জমির মালিকানার কাগজ মকসুদ আলীর নিকট জিম্মায় রেখে উক্ত টাকা নিলেও বৎসরান্তে ২১/০৪/২০১৫ইং তারিখে পরিশোধ করেননি। ফলে ১২% সুদ বাবদ ১৮,১৫,০০০/- টাকা পরিশোধ না করলে চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে থাকে। শাহ মোঃ শাহজাহান আলীর নিকট পাওনা টাকা ফেরত চাইলে সে সময় ক্ষেপন করে এলাকা ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘদিন পর গত ২৯/১১/২০১৭ইং তারিখে হবিগঞ্জ সদর থানার চৌধুরী বাজারের রাহিম স্টোর নামক দোকানে শাহ মোঃ শাহজাহান আলীকে পেয়ে সুদে আসলে পাওনা ১,২০,৮৭০ টাকা পরিশোধের জন্য বললে ১৫ দিনের সময় চায়। কিন্তু আসামি শাহ মোঃ শাহজাহান আলী ১৫ দিনের সুযোগ নিয়ে কৌশলে আত্ম গোপনে চলে যায়।
এরপর থেকে করম আলী ও মকসুদ আলীর তাদের লোকজন নিয়ে শাহ মোঃ শাহজাহান আলীকে হুমকি ধামকি প্রদান করছে। এমনকি তাদের জিম্মায় থাকা শাহ মোঃ শাহজাহান আলীর জমির মূল কাগজপত্র না দিয়ে দখলের পায়তারা করা হচ্ছে।
এছাড়া টাকা আদায়ের জন্য সদর মডেল থানায় এজাহারও দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন শাহ মোঃ শাহজাহান আলী। এছাড়াও জানা যায় মকসুদ আলী বাদি হয়ে রাসেদ নামে আরেকজনকে আসামি করে সুদি টাকা পাওনার দাবি করে মামলা দায়ের করেন।
খবর নিয়ে আরও জানা যায়, ২০ ডিসেম্বর ২০১৬ইং তারিখে মকসুদ আলী তার পরিকল্পনা অনুযায়ী শাহজান মিয়ার ছোট ছেলেকে মকসুদ আলী আটক করে। পরে তাকে মেরে ফেলে রোড এক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়ার পরিকল্পনা করে।
এমন কি তাঁকেও মারধর করেন এবং গুম করার হুমকি দিচ্ছে।
এ বিষয়ে প্রশাসনের নিকট সুষ্ঠু প্রতিকার দাবি করা হচ্ছে ।
Leave a Reply