সিলেটে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেশি অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগে আরেকটি মামলা হয়েছে। আজ রোববার দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল মোমেনের আদালতে মামলাটি করা হয়।
মামলার বাদী নগরের কাজীটুলা এলাকার ডব্লিউ এস জালাল উদ্দিন রোডের বাসিন্দা মাহবুব হুসাইন (৩০)। আদালত মামলাটি গ্রহণ করে সংশ্লিষ্ট থানাকে এফআইআর হিসেবে গ্রহণের আদেশ দেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী (সিআর ফাইলিং) মিজানুর রহমান।
মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ ও সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহকে আসামি করা হয়েছে।
Leave a Reply