রবিবার, ১৮ মে ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসা সেবায় স্থবিরতা

সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসা সেবায় স্থবিরতা

নিজস্ব প্রতিনিধি ॥ সিলেট বিভাগের বিশেষায়িত চিকিৎসাসেবা প্রতিষ্ঠান এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। কম খরচে কার্ডিয়াক এনজিওগ্রাম, কিডনি রোগীদের ডায়ালাইসিস, ক্যান্সার আক্রান্তদের রেডিওথেরাপিসহ জটিল রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য রয়েছে বেশ সুনাম। তাই ৯০০ শয্যার হলেও সরকারি এ স্বাস্থ্যসেবা কেন্দ্রে গড়ে রোগী ভর্তি থাকে দুই-আড়াই হাজার। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর অনেকটাই বদলে গেছে হাসপাতালের চিত্র। চিকিৎসক ও স্টাফদের অনেকেই চলে গেছেন আত্মগোপনে। কেউ আবার নিরাপত্তাহীনতায় আসছেন না কাজে, যার প্রভাব পড়েছে চিকিৎসাসেবা কার্যক্রমে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনবল সংকট থাকলেও রোগীর বাড়তি চাপ নিয়েই নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। তবে প্রশাসনিক জটিলতা, সীমিত লোকবলের কারণে ওয়ার্ড ম্যানেজমেন্টসহ স্থবিরতা দেখা দিয়েছে হাসপাতালের সেবা কার্যক্রমে। কলেজের একাডেমিক কার্যক্রমও স্বাভাবিক হয়নি এখনো। হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানিয়েছেন, ধীরে ধীরে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘৫ আগস্টের পর কিছুটা সংকট দেখা দিয়েছে। এক সময় হাসপাতালে ১০০ আনসার সদস্য কর্মরত ছিলেন। গত সপ্তাহ পর্যন্ত ৬৭ জন পাওয়া গেছে। চিকিৎসকদের সেবা কার্যক্রমেও কিছুটা ছন্দপতন ঘটেছে। তবে আউটসোর্সিংয়ের কর্মচারীরা কর্মরত রয়েছেন।’ সরজমিনে দেখা গেছে, হাসপাতালের ভেতরের একাধিক বহুতল ভবনের উন্নয়ন কার্যক্রম চলমান। স্তূপ করে রাখা হয়েছে ইট-পাথর ও বালি। হাসপাতাল প্রাঙ্গণকে রীতিমতো যানবাহনের স্ট্যান্ড বানিয়ে রাখা হয়েছে। প্রায় সময়ই দাঁড় করানো থাকে শতাধিক অ্যাম্বুলেন্স ও প্রাইভেট পরিবহন। আছে দালালের দৌরাত্ম্যও। একজন  অ্যাম্বুলেন্স চালক জানান, ৫ আগস্টের পর সবাই যখন ভেতরে ঢুকে পড়েছে, তিনিও চলে এসেছেন। এর মধ্যেই এক রোগীকে নিয়ে হাসপাতাল থেকে বের হচ্ছিলেন একজন স্বজন । রোগ নির্ণয় পরীক্ষার জন্য বাইরের ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে তাকে। তবে রোগীকে নিয়ে বের হয়েই যেন পড়েছেন বিপদে। ঘিরে ধরেছেন দালালরা, এক প্রকার টানা-হেঁচড়া চলছে।  ‘প্রশাসন বলতে যেন কেউ নেই।’ অর্থোপেডিক ওয়ার্ডের সামনে জমে আছে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা। সিঁড়িতে শুকানো হচ্ছে রোগী ও তাদের স্বজনদের কাপড়চোপড়। ভাসমান হকারদেরও অবাধ আনাগোনা হাসপাতালের অভ্যন্তরে। এ অবস্থায় সুশীল সমাজের প্রতিনিধিরা হাসপাতালটিতে দ্রুত চিকিৎসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন। সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির বলেন, ‘এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট বিভাগের কোটি মানুষের ভরসাস্থল। সেখানে দ্রুত চিকিৎসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন। চিকিৎসক পদায়ন, লোকবল নিয়োগ, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবল বৃদ্ধি, ওষুধ ও যন্ত্রপাতির সরবরাহ বাড়ানো দরকার। নিরাপত্তার জন্য বাড়ানো প্রয়োজন আনসার সদস্যের সংখ্যা। এছাড়া স্থানীয়ভাবে ভিজিল্যান্স টিম গঠনের মাধ্যমে ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা উন্নয়ন, বহিরাগতদের অবাধ বিচরণ ও উচ্ছৃঙ্খলতা নিরসন, অবৈধ পার্কিং স্ট্যান্ড উচ্ছেদসহ অন্যান্য সমস্যা সমাধান জরুরি। সরকারের পাশাপাশি ছাত্র-জনতাসহ বিভিন্ন দলের নেতারাও এর পরিবেশ রক্ষায় পরামর্শ সভা করে করণীয় ঠিক করতে পারেন। না হলে হাসপাতালটি তার ঐতিহ্য হারাবে।’ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রতিদিন প্রায় সাড়ে ছয় হাজার মানুষ সেবা নেয়। এর মধ্যে চার-সাড়ে চার হাজার রোগী সেবা নেয় হাসপাতালের আউটডোর থেকে। সাধারণ অসুখের পাশাপাশি যেকোনো জটিল রোগের চিকিৎসার জন্য মানুষজন ছুটে আসে হাসপাতালটিতে। এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, ‘প্রশাসনিক কার্যক্রমে কিছু বাধা রয়েছে। তবে হাসপাতালের কার্যক্রম যথারীতি চলছে। বাধার কারণে দুজন শিক্ষক কলেজে ঢুকতে পারছেন না। এর মধ্যে উপাধ্যক্ষ ডা. মুজিবুল হক ও গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিকস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাসরীন আখতার রয়েছেন। তারা কলেজে ঢুকতে চান, তবে পরিবেশ না থাকায় আসতে পারছেন না।’ শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে প্রত্যাশা করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্রদের প্রস্তাবে ৫ আগস্টের পর স্থানীয় আদেশে কিছু চিকিৎসককে বদলি করেন তৎকালীন পরিচালক। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘এর সংখ্যা ১১। তাদের ওসমানী হাসপাতালেরই নিয়ন্ত্রণাধীন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল ও সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতালে বদলি করা হয়েছে।’ সব মিলিয়ে হাসপাতালের ভেঙে পড়া শৃঙ্খলা ফেরাতে একটু সময় লাগবে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com