বুধবার, ০৯ Jul ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

নবীগঞ্জে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় অনুষ্টিত

নবীগঞ্জে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় অনুষ্টিত

 

নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রতি বছরের ন্যায় আনন্দঘন পরিবেশে প্রায় হাজারো দর্শকের উপস্থিতিতে দুশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি উপলক্ষে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামবাসীর আয়োজনে প্রতি বছর এইদিনে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। নবীগঞ্জ উপজেলার একমাত্র আলমপুর গ্রামেই প্রায় দুইশত বছর পূর্ব থেকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে । প্রতিযোগিতায় মহিলা, শিশু-কিশোর থেকে শুরু করে পাশ্ববর্তী জেলা ও উপজেলার দূর দূরান্ত থেকে লোকজন এসে সমবেত হন। এবার দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে ৭টি ঘোড়া নিয়ে প্রতিযোগীরা উপস্থিত হন। নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ কাজী ওবায়দুল কাদের হেলাল,সাবেক ইউপি সদস্য লন্ডন প্রবাসী আব্দুল লতিফ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, কাজী, নিক্সন আহমেদ, ইউপি সদস্য আমির,নবীগঞ্জ আইডিয়াল ইউমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমেদ, কলেজ পরিচালনা কমিটির সভাপতি নিরপম দেব,ইউপি সদস্য মুকিত মিয়া, আজাদ মিয়া,দিলাওর হোসেন,জিতেশ সুত্রধর,রনজিত দেব,শংকর নন্দী,বিধান সূত্রধর,মোরশেদ মিয়া, শুভ্র বণিক প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com