মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

জনসমাগমস্থলে মুঠোফোন চুরির দায়ে শায়েস্তাগঞ্জের একজনসহ আটক ২

জনসমাগমস্থলে মুঠোফোন চুরির দায়ে শায়েস্তাগঞ্জের একজনসহ আটক ২

স্টাফ রিপোর্টার ॥ দেশের কোথাও লোক সমাগমের খেলা, মেলা কিংবা অন্য কোনো অনুষ্ঠানের খবর পেলেই মাইক্রোবাস ভাড়া করে ছুটে যান একদল মানুষ। এরপর ভিড়ের মধ্যে মিশে মানুষের মুঠোফোন চুরি করেন। ময়মনসিংহের ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী ‘হুমঘুঁটি’ খেলার আয়োজনস্থল থেকে মুঠোফোন চুরির অভিযোগে দুজনকে আটকের পর এমন তথ্য জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার এই চক্রের দুজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক দুজন হলেন চক্রটির সদস্য রানা ওরফে চুন্নু (৪৮) ও মাইক্রোবাসের চালক লিটন (৩৪)। রানা চট্টগ্রাম সদরের মরিচাপাড়া এলাকার বাসিন্দা। লিটনের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের আনন্দপুর গ্রামে। তবে রানা বর্তমানে উত্তরা আজমপুর এলাকায় ও লিটন টঙ্গী স্টেশন রোড এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের দশমাইল বড়ইআটা এলাকায় গতকাল ঐতিহ্যবাহী হুমঘুঁটি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অসংখ্য মানুষের সমাগম হয়। খেলা চলাকালে অনেকের মুঠোফোন চুরির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরি যাওয়া মুঠোফোন উদ্ধারে অভিযান চালায়। ওই সময় স্থানীয় লোকজনের সহায়তায় দেওখোলা বাজার থেকে একটি কালো রঙের নোহা মাইক্রোবাস ও গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়। ওই সময় হুমঘুঁটি খেলা থেকে চুরি হওয়া ১৪টি মুঠোফোন উদ্ধার হয়। পুলিশ দুজনকে আটক করলেও চক্রটির অন্য চার থেকে পাঁচ সদস্য পালিয়ে যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com